۷ مهر ۱۴۰۳ |۲۴ ربیع‌الاول ۱۴۴۶ | Sep 28, 2024
তাহাজ্জুদ নামাজের গুরুত্ব
তাহাজ্জুদ নামাজের গুরুত্ব

হাওজা / ইমাম রেজা (আ:) একটি রেওয়ায়েতে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব বর্ণনা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "বিহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম রেজা (আ:) বলেছেন:

عـلَيْكُمْ بِصَـلاةِ اللَّيْلِ فَما مِنْ عَـبْدٍ يَقُومُ آخِرَ اللَّيْلِ فَيُصَـلِّى ثَمانَ رَكَعاتٍ وَ رَكْعَـتَىِ الشَّفْـعِ وَ رَكْعَةَ الْـوَتْرِ وَ اسْتَغْـفَرَ اللّهَ فـى قُنُوتِهِ سَبْـعينَ مَرَّةً اِلاّ، اُجيرَ مِنْ عَـذابِ الْقَـبْرِ، وَ مِنْ عَـذابِ النّارِ، وَ مُـدَّ لَهُ فِى عُمْرِهِ، وَ وُسِّعَ عَلَيْهِ فِى مَعِيْشَتِهِ، ثُمَّ قالَ عليه السلام؛ اِنَّ الْبَيَـوتَ الَّتى يُصَـلّى فِيـها بِاللَّيْلِ يَـزْهَرُ نُورُها لاَِهْلِ السَّماءِ كَما يَزْهَرُ نُورُ الْكَواكِبِ لاَِهْلِ اْلاَرْضِ،

তাহাজ্জুদ নামাজ আদায় করা তোমাদের উপর ওয়াজিব। এমন কোন ব্যক্তি নেই যে রাতের শেষ অংশে জেগে আট রাকাত তাহাজ্জুদ নামাজ, দুই রাকাত শাফা ও এক রাকাত বিতরের নামাজ পড়ে এবং তার কুনূতে ৭০ বার ইস্তিগফার পাঠ করে, তবে মহান আল্লাহ তাকে কবর ও জাহান্নামের আগুনের আজাব থেকে আশ্রয় দেবেন, তার আয়ু দীর্ঘ করবেন এবং তার জীবনে প্রাচুর্য দান করবেন।

অতঃপর ইমাম (আ:) বললেন, যে ঘরে তাহাজ্জুদ নামাজ আদায় করা হয় সেই ঘরের আলো আকাশবাসীদের জন্য আলোকিত হয় যেভাবে পৃথিবীর মানুষের জন্য তারা জ্বলে।

(বিহারুল-আনওয়ার, ৮৭, পৃ: ১৬১)

تبصرہ ارسال

You are replying to: .